জীবননগর সীমান্তে ভারতীয় পিস্তল-গুলি উদ্ধার
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হালদারপাড়া সীমান্ত থেকে বিজিবি ক্যাম্পের সদস্যরা চারটি ভারতীয় পিস্তল ও চারটি গুলি উদ্ধার করেছে। আজ বুধবার সকাল ৮টার দিকে রাজাপুর বিজিবি ক্যাম্পের টহলদল এসব উদ্ধার করে।
৬ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজাপুর বিজিবি ক্যাম্পের টহল কমান্ডার মিন্টু সরকারের নেতৃত্বে বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে হালদারপাড়ায় অভিযান চালান এবং মালিকবিহীন অবস্থায় আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেন।
বিজিবি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস এম মনিরুজ্জামান জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি জীবননগর থানায় জমা দিয়ে মামলা করা হয়েছে।