নতুন করারোপ ছাড়াই রাজবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা
নতুন কোনো করারোপ ছাড়াই ২০১৫-১৬ অর্থবছরের জন্য ৪২ কোটি ৪৭ লাখ এক হাজার ২০৯ টাকার বাজেট ঘোষণা করেছে রাজবাড়ী পৌরসভা।
আজ বুধবার বিকেলে পৌরসভা মিলনায়তনে মেয়র মো. তোফাজ্জেল হোসেন মিয়া আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষণা করেন।
এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, পৌরসভার কর্মকর্তা ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী পৌরসভায় এবারের বাজেটে রাজস্ব খাতে আয় দেখানো হয়েছে ছয় কোটি ৬৮ লাখ ২০ হাজার টাকা। উন্নয়ন তহবিল খাতে দুই কোটি ৬০ লাখ ৯২ হাজার ৮১৭ টাকা, মূলধন খাতে এক কোটি ১২ লাখ ৮৮ হাজার ৩৯২ টাকা এবং প্রকল্প খাতে আয় দেখানো হয়েছে ৩২ লাখ পাঁচ হাজার টাকা।