আন্দোলনের মুখে চাকরিচ্যুত দুই আয়াকে পুনর্বহাল
অবশেষে অভিভাবকদের আন্দোলনের মুখে পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই আয়াকে চাকরিতে পুনর্বহালে বাধ্য হলেন প্রধান শিক্ষক। আজ বুধবার সকালে আয়া হালিমা খাতুন ও জয়নব খাতুন কাজে যোগ দেন।
প্রধান শিক্ষক জায়েদুর রহমান ক্ষমতার দাপটে অনৈতিকভাবে ওই দুই আয়াকে চাকরিচ্যুত করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
বিদ্যালয় সূত্র জানায়, পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই যুগের বেশি সময় ধরে কর্মরত দুই আয়াকে সম্প্রতি কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই চাকরিচ্যুত করেন প্রধান শিক্ষক জায়েদুর রহমান। এতে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
গত এক সপ্তাহ ধরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়েদুর রহমানের বিরুদ্ধে যৌন নিপীড়ন, প্রশ্নপ্রত্র ফাঁস, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির কথা তুলে ধরে দেশের বিভিন্ন পত্রপত্রিকা ও টেলিভিশনে সংবাদ প্রকাশিত হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন পাবনার সচেতন অভিভাবকরা। জায়েদুর রহমানকে অপসারণের দাবিতে অভিভাবকরা গত রোববার পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। মানববন্ধনে চাকরিচ্যুত দুই আয়া তাঁদের অনৈতিকভাবে অপসারণের কথা বলে কান্নায় ভেঙে পড়েন। যা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদ মাধ্যমে প্রচারিত হয়। বিষয়টি অমানবিক হওয়ায় অনেকেই প্রধান শিক্ষককে ফোন করে ঘৃণা প্রকাশ করেন। অব্যাহত চাপের মুখে আজ বুধবার দুই আয়াকে কর্মক্ষেত্রে পুনর্বহালে বাধ্য হন জায়েদুর রহমান।
এ প্রসঙ্গে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়েদুর রহমান বলেন, মানবিক বিবেচনায় তাঁদের চাকরিতে পুনর্বহাল করা হয়েছে।