আটঘরিয়া পৌরসভায় নয় কোটি টাকার বাজেট ঘোষণা
পাবনার আটঘরিয়া পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বুধবার বিকেলে পৌরসভার মেয়র আমিনুল হক ২০১৫-১৬ অর্থবছরের ৯ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ২২৯ টাকার বাজেট ঘোষণা করেন।
বাজেটে সম্ভাব্য রাজস্ব আয় দেখানো হয়েছে এক কোটি পাঁচ লাখ ৭০ হাজার ২২৯ টাকা। সম্ভাব্য রাজস্ব ব্যয় দেখানো হয়েছে এক কোটি দুই লাখ ৬০ হাজার ১৭৩ টাকা। বাজেটে রাজস্ব উদ্বৃত্ত দেখানো হয়েছে তিন লাখ ১০ হাজার ৫৬ টাকা। উন্নয়ন খাতে মোট সম্ভাব্য আয় দেখানো হয়েছে চার কোটি ৪৮ লাখ টাকা। প্রকল্প খাতে সম্ভাব্য আয় দেখানো হয়েছে চার কোটি টাকা। উন্নয়ন এবং প্রকল্প খাতে অর্থ পুরোটাই ব্যয় দেখানো হয়েছে।
আটঘরিয়া পৌরসভার অস্থায়ী কার্যালয়ে এ বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র ফজলুর হক, শাহানাজ বেগম ও কে এম ফরহাদ হোসেন, পৌর কাউন্সিলর এসএম মোফাজ্জল হোসেন বাবু, গোলাম সরোয়ার, কাজী আসাদুল ইসলাম মিঠু, নিরুধ কর্মকার নিরু, উম্মে কুলসুম আরা, পৌরসভার ভারপ্রাপ্ত সচিব মো. ওবায়দুল হক, আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম বাসিদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাবেক সভাপতি আব্দুস সামাদ আজাদ, পৌরসভার হিসাব রক্ষক কাজী নাজমুল হক, কর নির্ধারক আবু বক্কর সিদ্দিক, উপসহকারী প্রকৌশলী রাকিবুর বারী প্রমুখ।