নোংরা পরিবেশে ইফতারি, চার প্রতিষ্ঠানকে জরিমানা
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ভবেরচর বাজারে নোংরা পরিবেশে ইফতারি তৈরি ও বিক্রির দায়ে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার দুপুর ২টায় গজারিয়ার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্টেট ফারজানা জামানের নেতৃত্বে এ ভেজালবিরোধী অভিযান পরিচালিত হয়। এ ছাড়া অভিযানে অংশ নেন উপজেলা সেনিটারি কর্মকর্তা ফারহানা খান ও গজারিয়া থানা পুলিশ।
অভিযানে ভবেরচর বাজারের বিভিন্ন খাবার হোটেল ও রেস্তোরাঁয় ভেজালবিরোধী অভিযান চালানো হয়। এ সময় নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরি ও বিক্রির দায়ে চার হোটেলকে চার হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্টেট ফারজানা জামান জানান, রমজান মাসে গজারিয়া উপজেলার বাজারগুলোতে যাতে ভেজাল মেশানো কোনো খাবার বিক্রি করা না হয় এ জন্য অভিযান পরিচালনা করা হয়েছে।