বেনাপোলে নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার
বেনাপোলের গাতিপাড়া সীমান্ত থেকে বেশ কিছু পরিমাণ নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোরে অভিযান চালিয়ে এসব ট্যাবলেট উদ্ধার করা হয়।
২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহিম জানান, একটি মাদকের চালান ভারত থেকে বাংলাদেশে আসছে- এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা গাতিপাড়া মাঠে অভিযান চালায়।
সেখান থেকে দুই হাজার পিস ভারতীয় অ্যানাগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ট্যাবলেটের মূল্য আনুমানিক ছয় লাখ টাকা বলে জানায় বিজিবি।