পাবনার শিশুরা পাচ্ছে আধুনিক পার্ক
সারা দিন ইট-বালি-সিমেন্টের খাঁচার মধ্যে পাবনার ছোট ছোট ছেলেমেয়েদের জীবন হাঁসফাঁস। শহরের মধ্যে দিয়ে প্রবাহিত ইছামতি নদীর তীরে একটু বসার অবস্থা নেই। ছোট শিশুদের স্বস্তি দিতে বড়জোর একটু রিকশায় ঘোরা। জেলা প্রশাসন চত্বরের ছোট্ট শিশুপার্কটি আসলে পার্ক নয়, বলা যায় আইসক্রিম, চটপটি আর বাদাম চত্বর।
শিশুদের জন্য আর শহরবাসীর বুক ভরে নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করতে অত্যাধুনিক শিশুপার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন পাবনা জেলা পরিষদের প্রশাসক এম. সাইদুল হক চুন্নু এবং পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. মোশাররফ হোসেন। জেলা পরিষদ ও সদর উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে পার্কটি নির্মাণ করা হবে। শহরের নূরপুরে উপজেলা চত্বরের পাশের ফাঁকা জমিতে গড়ে ওঠবে ওই পার্ক।
দীর্ঘদিন ধরে পাবনা জেলা পরিচিতি লাভ করেছে গেঞ্জি, লুঙ্গি, তাঁতের শাড়ি, ঘি, হার্ডিঞ্জ ব্রিজ, ঈশ্বরদী বিমানবন্দর, মানসিক হাসপাতাল, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রম, জজকোর্ট, এডওয়ার্ড কলেজ, নগরবাড়িঘাট প্রভৃতির কারণে। সাম্প্রতিককালে এই জেলার পরিচিতিতে নতুনমাত্রা যোগ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রভৃতি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানকে কেন্দ্র করে পাবনা এখন জনবহুল শহর। রাস্তায় বের হলেই গিজ গিজ করে মানুষ আর বিচিত্র যানবাহন। সত্যিই এক অস্বস্তিরকর পরিবেশ। এমন পরিস্থিতিতে শহরবাসীকে একটুখানি স্বস্তির পরশ বুলাতে জেলা পরিষদ ও উপজেলা পরিষদ পরিকল্পনা করেছে অত্যাধুনিক শিশুপার্ক গড়ে তোলার।
এ বিষয়ে মঙ্গলবার পাবনা সদর উপজেলা পরিষদ চত্বরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) এ কে এম বেঞ্জামিন রিয়াজী, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. এম আবদুল আলীম, জেলা পরিষদের প্রধান প্রকৌশলী রোকোনুজ্জামান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানা ইসলাম, ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা ও শাওয়াল বিশ্বাস প্রমুখ। পরে সবাই পার্কের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন।