পাটুরিয়ায় ডুবোচরে এখনো আটকা ফেরি চন্দ্রমল্লিকা
ছয় ঘণ্টা পরও উদ্ধার করা যায়নি পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ডুবোচরে আটকে পড়া যানবাহনবোঝাই ইউটিলিটি (মাঝারি) ফেরি চন্দ্রমল্লিকা।
তবে ফেরি থেকে যাত্রীদের উদ্ধার করে দৌলতদিয়া ঘাটে নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ফেরিটি আটকে পড়ার পর থেকে আইটি জাহাজ-৮৯ দিয়ে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, সকাল ৬টার দিকে চন্দ্রমল্লিকা ফেরিটি দৌলতদিয়া ঘাট থেকে দুটি ট্রাক ও ছয়টি ছোট গাড়ি নিয়ে পাটুরিয়ার উদ্দেশে রওনা দেয়। দৌলতদিয়ার ৪ নম্বর ঘাটের কাছে ফেরিটি পৌঁছার পর প্রবল স্রোতের কারণে সেটি চ্যানেলের বাইরে গিয়ে ডুবোচরে আটকে পড়ে। এর পর থেকে ফেরিটি উদ্ধারে আইটি জাহাজ-৮৯ দিয়ে চেষ্টা চালানো হয়।
ফেরি উদ্ধারে দেরি হওয়ায় যানবাহনগুলো রেখে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।
ফেরিটি উদ্ধারের চেষ্টা চলছে জানিয়ে মহিউদ্দিন রাসেল আরো বলেন, উদ্ধারের পর যানবাহনগুলো ঘাটে পৌঁছে দেওয়া হবে।