মাহতাবকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
অপহৃত বেনাপোল পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিনকে ফিরে পেতে তাঁর পরিবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে পরিবারের সদস্যরা এ দাবি জানান।
মাহতাব উদ্দিন ঢাকার আরিচা ফেরিঘাট থেকে গত মঙ্গলবার দিবাগত রাতে অপহৃত হন। এ ঘটনায় পরিবারের পক্ষে তাঁর বড় ছেলে শাহজালাল সোহেল গতকাল বুধবার রাতে মানিকগঞ্জের শিবালয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যার নম্বর- ৯১৩।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাহতাবের মেয়ে সাদিয়া আফরিন রিমা। তিনি বলেন, ব্যবসার কাজে গত শনিবার তাঁর বাবা মাহতাব ঢাকায় যান। গত মঙ্গলবার রাত সোয়া ৯টায় সোহাগ পরিবহনের একটি বাসে করে ঢাকা থেকে বেনাপোলের পথে রওনা দেন।
বাসটি আরিচা ফেরিঘাটে আসার পর রাত ২টার দিকে বাস থেকে নেমে টয়লেটে যাওয়ার সময় দুর্বৃত্তরা প্রকাশ্যে তাঁকে অপহরণ করে। এ সময় বাসের চালক ও তাঁর সহকারী অপহরণকারীদের বাধা দিয়ে ব্যর্থ হন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান, বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি আহমদ আলী ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।