নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবসে মুন্সীগঞ্জে মানববন্ধন
নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবসে মুন্সীগঞ্জে মানববন্ধন করেছে মানবাধিকার সংগঠন অধিকার ও এশিয়ান লিগ্যাল রিসোর্স সেন্টার (এএলআরসি)। আজ শুক্রবার বেলা ১১টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাব চত্বরে ওই মানববন্ধন করা হয়।
এ সময় বিভিন্ন দেশে যারা অত্যাচার নির্যাতনসহ নানা ধরনের নিষ্ঠুর ও অমানবিক সহিংসতার শিকার হয়েছেন তাদের প্রতি সংহতি প্রকাশ এবং সারা দেশে বিভিন্ন ঘটনায় নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।
এ সময় মানবাধিকারকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন আরাফাত রহমান বাবু, মো. হাসান জুয়েল, গোলজার হোসেন, জুয়েল রানা প্রমুখ।