মেহেরপুর পৌরসভার নতুন মেয়র আ. লীগের রিটন
মেহেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান রিটন ১১ হাজার ৭১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস পেয়েছেন আট হাজার ৪১৭ ভোট।
তবে এর আগে আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ভোট কারচুপির অভিযোগ মেহেরপুরে স্থগিত দুটি কেন্দ্রে সাংবাদিকদের কাছে ভোট বর্জনের ঘোষণা দেয় বিএনপি।
গত ২৫ এপ্রিল মেহেরপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিন ১৫টি কেন্দ্রের মধ্যে ১৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৭ নম্বর ওয়ার্ডের ১১ ও ১২ নম্বর কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ তুলে সেখানে নির্বাচন স্থগিত করা হয়। বাকি ১৩টি কেন্দ্রের ফলে আওয়ামী লীগ প্রার্থী মাহফুজুর রহমান রিটন নয় হাজার ২০৯ ভোট পেয়ে এগিয়ে থাকেন। বিএনপি প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস পান সাত হাজার ৮৪১ ভোট। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু দুই হাজার ৬৩২ ভোট ও স্বতন্ত্র প্রার্থী নিশান সাবের পান মাত্র ৫৭ ভোট।