গজারিয়ায় বাউশিয়া উচ্চ বিদ্যালয়ের দুটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পোড়াচক বাউশিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন দুটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় পোড়াচক বাউশিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ফিতা কেটে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুন্সীগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য মৃণাল কান্তি দাস।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেফায়েত উল্লাহ্ খান, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পোড়াচক বাউশিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাবেক নেজারত ডেপুটি কালেক্টর মুহাম্মদ লিয়াকত আলী খান।