নরসিংদীতে গুলি করে শ্রমিকসর্দারকে হত্যা
নরসিংদীর ঘোড়াশালের কান্দাপাড়ায় বাংলাদেশ জুট মিলের শ্রমিকদের সরদার ফোরকানকে (৫৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে তারাবির নামাজে যাওয়ার পথে খিলপাড়া এলাকায় একা পেয়ে তাঁকে গুলি করে দুর্বৃত্তরা।
পুলিশের ধারণা, পুরোনো শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। স্থানীয়রা বলছে, এর পেছনে মাদক ব্যবসার দ্বন্দ্বও থাকতে পারে। ফোরকান কান্দাপাড়া এলাকার জিন্নত আলী মিয়ার ছেলে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এনটিভি অনলাইনকে বলেন, দীর্ঘদিন আগে একজনের পা কেটে নেওয়ার অপরাধে ফোরকান ১৭ বছর জেলে ছিলেন। তাঁর বিরুদ্ধে আর কী মামলা রয়েছে এই মুহূর্তে তা বলা সম্ভব নয়।
তবে ইফতারের তুচ্ছ একটি ঘটনা নিয়ে দু-একদিন আগে ওই এলাকার নিহত কলেজছাত্র খায়রুলের ভাই কামরুলের সঙ্গে ফোরকানের কথাকাটাকাটি হয়। ফোরকান হত্যার প্রকৃত ঘটনা তদন্ত শেষে বলা সম্ভব হবে বলে জানান ওসি।
এলাকাবাসী জানায়, কিছুদিন আগে নরসিংদী সরকারি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র খায়রুলকে নির্মমভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করে একদল দুর্বৃত্ত। নিহতের পরিবারের অভিযোগ, মাদক ব্যবসায় বাধা দেওয়ায় খায়রুলকে দুর্বৃত্তরা হত্যা করে।