গজারিয়ায় বাসচাপায় নারী নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় অজ্ঞাতনামা এক নারী (৪০) নিহত হয়েছেন। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় আজ শুক্রবার দুপুর ৩টায় এ দুর্ঘটনা ঘটে।
ভবেরচর হাইওয়ে পুলিশফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট সাইফুল ইসলাম জানান, বাউশিয়া এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় কুমিল্লা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। অজ্ঞাতনামা ওই নারীর লাশটি হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে।