ময়মনসিংহে কোপে আহত ইমামের অবস্থা আশঙ্কাজনক
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের কোপে আহত আহমদিয়া মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমানের (২৮) অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাঁর জরুরি অস্ত্রোপচার চলছে।
আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে মোস্তাফিজুরকে ঢামেকে আনা হয়। এর পর থেকেই জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে।
ঢামেকের জরুরি বিভাগের আবাসিক সার্জন জেসমিন নাহার জানান, মোস্তাফিজুরের ঘাড়, পিঠ, বুকসহ বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত আছে। এর মধ্যে ঘাড়ের আঘাতটি বেশি মারাত্মক। এখনো চলছে অস্ত্রোপচার। সার্বিকভাবে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহের খানপুর গ্রামের সোহাগী আহমদিয়া মুসলিম মসজিদে হামলায় গুরুতর আহত হন মোস্তাফিজুর।
ঢামেকে মোস্তাফিজুরকে নিয়ে আসা মোহাম্মদ সোলায়মান জানান, মোস্তাফিজুর রহমানের বাড়ি দিনাজপুরের কাহারোল উপজেলায়। দুই বছর ধরে তিনি ময়মনসিংহের ওই মসজিদে ইমামতি করেন। গতকাল রাতে এশার নামাজের আজান দেওয়ার পর মসজিদে ঢোকেন তিনি। এরপর চার দুর্বৃত্ত ভেতরে ঢুকে পেছন থেকে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে।
কোপানোর একপর্যায়ে মোস্তাফিজুর দৌড় দিয়ে বাইরে বের হন। সেখানেও তাঁকে এলোপাতাড়ি কোপানো হয়। পরে তাঁর মৃত্যু নিশ্চিত ভেবে পালিয়ে যায় দুর্বৃত্তরা।