পাটুরিয়ায় ২২ ঘণ্টা পর ফেরি চন্দ্রমল্লিকা উদ্ধার
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ডুবোচরে আটকে পড়া যানবোঝাই ইউটিলিটি (মাঝারি) ফেরি চন্দ্রমল্লিকাকে ২২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। ফেরিতে আটকে পড়া যানবাহন দৌলতদিয়া ঘাটে নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে চন্দ্রমল্লিকা ফেরিটি আটকে পড়ার পর থেকে আইটি জাহাজ-৩৮৯ দিয়ে উদ্ধারের চেষ্টা চালানো হয়। উদ্ধার করতে বিলম্বিত হওয়ায় ফেরি থেকে যাত্রীদের উদ্ধার করে অন্য ফেরিতে দৌলতদিয়া ঘাটে নিরাপদে পৌঁছে দেওয়া হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, বর্তমানে এ নৌপথে সাতটি রো রো (বড়), পাঁচটি ইউটিলিটি (মাঝারি) ও তিনটি কে-টাইপ (ছোট) ফেরি যানবাহন পারাপারে নিয়োজিত রয়েছে। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার সকাল ৬টার দিকে চন্দ্রমল্লিকা ফেরিটি দৌলতদিয়া ঘাট থেকে দুটি ট্রাক ও ছয়টি ছোট গাড়ি নিয়ে পাটুরিয়ার উদ্দেশে রওনা দেয়। দৌলতদিয়ার ৪ নম্বর ঘাটের কাছে ফেরিটি এলে প্রবল স্রোতের কারণে চ্যানেলের বাইরে গিয়ে ডুবোচরে আটকে পড়ে। এর পর থেকে ফেরিটিকে উদ্ধারে আইটি জাহাজ-৩৮৯ দিয়ে চেষ্টা চালানো হয়। ফেরিটি উদ্ধারে বিলম্বিত হওয়ায় দুপুর ১২টার দিকে যানবাহনগুলো রেখে যাত্রীদের নামিয়ে নেওয়া হয়। আইটি জাহাজটিও উদ্ধার করতে গিয়ে ডুবোচরে আটকে পড়ে। সেখানে ১২০ ফুট পলি অপসারণ করে জাহাজটিকে মুক্ত করা হয়। এরপর আজ শুক্রবার ভোররাত ৪টার দিকে আইটি জাহাজ দিয়ে চন্দ্রমল্লিকা টেনে দৌলতদিয়া ঘাটে নেওয়া হয়। বর্তমানে চন্দ্রমল্লিকা ফেরিটি স্বাভাবিকভাবে যানবাহন পারাপার করছে বলেও জানান মহিউদ্দিন রাসেল।