ময়মনসিংহে অধিকারের মানববন্ধন
ময়মনসিংহে নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার সকালে শহরের সি কে ঘোষ রোডে মানবাধিকার সংগঠন অধিকার এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার প্রকৌশলী নজরুল ইসলাম, জেলা ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম মণি, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সভাপতি আইয়ুব আলী, সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটন, মুক্তিযোদ্ধা ফারুক আনোয়ার, সাংবাদিক আবদুল আউয়াল, শেখ ইউসুফ লিটন, ওয়াহিদুজ্জামান ও অধিকারের জেলা সমন্বয়কারী আবদুল কাইয়ুম প্রমুখ অংশ নেন।