রূপকল্প ২০৩০ তুলে ধরছেন খালেদা জিয়া
রূপকল্প ২০৩০ নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এ সংবাদ সম্মেলন শুরু হয়েছে।
বিএনপির পক্ষ থেকে ‘রূপকল্প ২০৩০’ ঘোষণা করছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিকেল ৪টা ৫৫ মিনিটে বক্তৃতা শুরু করেন খালেদা জিয়া।
এরই মধ্যে দলের শীর্ষ নেতারা উপস্থিত হয়েছেন সংবাদ সম্মেলনে। এ ছাড়া বিএনপি নেতৃত্বাধীন জোটের শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন।
এ ছাড়া দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা ওই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন। সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিসহ ২১টি দেশের দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত আছেন।