পাবনা প্রেসক্লাবের বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত
পাবনা প্রেসক্লাবের বার্ষিক ইফতার মাহফিল আজ শুক্রবার প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পাবনা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি ও সম্পাদক আহমেদ উল হক রানা আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান।
দুর্নীতি দমন কমিশনের কমিশনার মো. সাহাবুদ্দীন চুপ্পু, পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন, পুলিশ সুপার মো. আলমগীর কবীর, পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বেবী ইসলাম, জেলা বিএনপির সভাপতি মেজর (অব.) কে এস মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল রহিম লাল, পাবনা চেম্বারের সিনিয়র সহসভাপতি মাহবুব উল আলম মুকুলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সাংবাদিকরা এই ইফতারে অংশ নেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।