ফুলপুর উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল বাশার আকন্দের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাঁকে অপসারণের জন্য অনাস্থা প্রস্তাব দিয়েছেন পরিষদের সদস্যরা। আজ বুধবার প্রস্তাবটি পাস হয়। পরিষদের ১৩ সদস্যের সবাই এতে সম্মতি জানিয়ে স্বাক্ষর করেছেন।
তবে চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার আকন্দ এনটিভিকে জানান, এটি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র ।
অনাস্থা প্রস্তাবে চেয়ারম্যানের বিরুদ্ধে পরিষদের নির্বাচিত সসদ্যদের সাথে অসদাচারণ, সরকারি গাড়ি ব্যবহারে পরিপত্র লঙ্ঘন, দলীয় সমাবেশে বঙ্গবন্ধুকে কটূক্তি করাসহ নানা অভিযোগ আনা হয়েছে।
প্রস্তাবের অনুলিপি ঢাকার বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ময়মনসিংহের জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে দেওয়া হয়েছে।
ফুলপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব স্বাক্ষরিত অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছেন মহিলা ভাইস চেয়ারম্যান মোছাম্মাৎ মনোয়ারা খাতুন, ফুলপুর পৌরসভার মেয়র মো. শাহজাহান, ছনধরা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবদুল কাইয়ুম খান, রামভদ্রপুর ই্উপি চেয়ারম্যান মো. রোকনুজ্জামান, ভাইটকান্দি ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রিয়ান, সিংহেশ্বর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম তালুকদার, ফুলপুর ইউপি চেয়ারম্যান রুবিয়া খাতুন, পয়ারী ইউপি চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, রহিমগঞ্জ ইউপি চেয়ারম্যান একরাম হোসেন চৌধুরি পান্না, রূপসী ই্উপি চেয়ারম্যান শাকিল আহমেদ দীপু, বালিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম দেওয়ান এবং বোলা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট হারুনর রশিদ ।