যশোরে ট্রাকচাপায় নিহত ২
যশোর-মাগুরা সড়কের হাশিমপুরে ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের ওয়াজিউল্লাহ (৬০) ও হাশিমপুরের মতিয়ার রহমান (৪৫)। ময়নাতদন্তের জন্য পুলিশ লাশ দুটি যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী জানান, ওয়াজিউল্লাহ ও মতিয়ার সকালে হাশিমপুর বাজারের একটি দোকানে বসে গল্প করছিলেন। এ সময় যশোরমুখী ভূষিবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই দোকানের ওপর উল্টে পড়ে। ট্রাকের নিচে চাপাপড়ে ঘটনাস্থলেই মারা যান ওয়াজিউল্লাহ ও মতিয়ার।