‘অতি বাচাল’ মন্ত্রীরা সংলাপের পরিবেশ নষ্ট করছেন
সরকারের ‘অতি বাচাল’ কিছু মন্ত্রী বিরোধী দলের সঙ্গে সংলাপের পরিবেশ নষ্ট করছেন বলে অভিযোগ করেছে বিএনপি। আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন দলের এ অবস্থান তুলে ধরেন।
urgentPhoto
আসাদুজ্জামান রিপন বলেন, ‘যখন দেশের সুশীলসমাজ সরকার এবং বিরোধী দলের মধ্যে একটি গঠনমূলক সমঝোতা প্রতিষ্ঠা করার জন্য ক্ষেত্র তৈরি করতে চান, যার পথ বেয়ে একটি অবাধ নির্বাচন হতে পারে, একটি টেকসই নির্বাচন ব্যবস্থা গড়ে উঠতে পারে। এ ধরনের যখন সম্ভাবনা দেখা দেখা দেয়, তখন আমরা লক্ষ করেছি সরকারের কিছু অতি বাচাল মন্ত্রী নানা সময় উৎকট শব্দ ব্যবহার করে তাঁরা এমন কিছু কথাবার্তা বলে থাকেন, তাতে করে পরিবেশ নষ্ট হয়ে যায়।’
সম্প্রতি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর দেওয়া এক ব্ক্তব্যের জবাবে রিপন আরো বলেন, মন্ত্রিত্ব রক্ষা করতে এবং সরকার ও বিরোধী দলের মধ্যে সমঝোতার পথ বন্ধ করতে কিছু মন্ত্রী অতি উৎসাহী হয়ে বিএনপি সম্পর্কে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন।
৫ জানুয়ারির নির্বাচন ‘নির্বাচন আন্তর্জাতিক মানসম্পন্ন হয়নি’ বলে যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে বলা হয়েছে উল্লেখ করে রিপন বলেন, ওই প্রতিবেদনে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে যে নেতিবাচক কথা উঠে এসেছে, তা বাংলাদেশের জন্য সম্মানজনক নয়। এ সময় তিনি বলেন, ওই প্রতিবেদনের চেয়ে বাস্তব অবস্থা আরো ভয়াবহ।