মীরাক্কেলখ্যাত আবু হেনা রনির বিরুদ্ধে মামলা
ভারতীয় বাংলা চ্যানেল জি-বাংলার কৌতুক অনুষ্ঠান মীরাক্কেলখ্যাত কৌতুক অভিনেতা আবু হেনা রনির বিরুদ্ধে নাটোরের সিংড়া থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়েছে।
সিংড়া উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সবুজ বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার মামলাটি করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য করায় যুবলীগ নেতা সবুজ বাদী হয়ে মামলাটি করেন।
সিংড়া উপজেলার চামাড়ি ইউনিয়নের বিলদহর গ্রামের বাসিন্দা রনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।
২০১১ সালের মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬-এর চ্যাম্পিয়ন হন আবু হেনা রনি।