বৃষ্টিতে ছাদ ধসে স্কুলছাত্রীর মৃত্যু
খুলনায় ছাদ ধসে পড়ে আবিদা আরাবি শাপলা (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত শাপলা ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ত।
নিহত শাপলা ইমদাদুল হাকিম ও সোহেলি হাকিমের মেয়ে। তারা আহসান আহমেদ রোডের ওই বাড়িতে ভাড়া থাকত।
শাপলার মা সোহেলি হাকিম এনটিভি অনলাইনকে জানান, তাঁদের বাড়িটি পুরোনো আমলের। বৃষ্টিতে বাড়ির ছাদ চুইয়ে পানি পড়ত। আজ শনিবার সকালে শাপলা বাড়ির দোতলায় ঘুমিয়ে ছিল। সকাল ১০টার দিকে হঠাৎ দোতলার ছাদ ধসে পড়লে শাপলা চাপা পড়ে। এরপর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা শাপলাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুলনার সহকারী পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান জানান, আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের একটি দোতলা পুরোনো ভবনের ছাদ ধসে পড়লে ভাড়াটিয়ার মেয়ে ইকবালনগর স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী শাপলা আহত হয়। আহত অবস্থায় শাপলাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ভবনে বসবাসরত অন্যদের সরিয়ে দেন।