‘যৌতুকের দাবি’তে স্ত্রীকে পিটিয়ে হত্যা
বরগুনার সদর উপজেলায় যৌতুকের দাবিতে সুস্মিতা জাহান ইলোরা নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নে এই ঘটনা ঘটে।
নিহত ইলোরা সদর ইউনিয়নের দক্ষিণ হেউলিবুনিয়া গ্রামের মো. মিজানুর রহমান হিরুর স্ত্রী। যৌতুক চেয়ে ইলোরাকে হিরু নিয়মিত মারধর করতেন বলে অভিযোগ করেছে তাঁদের মেয়ে নাবা (১৫)।
নাবা জানায়, যৌতুকের জন্য তার বাবা শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তার মাকে মারধর করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে তার মা অসুস্থ হয়ে পড়লে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদুজ্জামান বলেন, ঘটনাটি পুলিশের অবগত রয়েছে। এ বিষয়ে মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।