গুরুদাসপুরের মেয়র ঢাকা থেকে গ্রেপ্তার
পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় নাটোরের গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহ নেওয়াজ আলী মোল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার সকাল ৭টার দিকে রাজধানীর শাহবাগ থানা পুলিশের সহায়তায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গুরুদাসপুর থানা পুলিশ গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করে। এ সময় আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তাঁরা হলেন মেয়রের সহযোগী বক্স, বাবু ও আমিরুল।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কুমার দাস বলেন, উচ্চ আদালত থেকে জামিন নিতে ওই তিনজনকে সঙ্গে নিয়ে মেয়র শাহ নেওয়াজ আলী মোল্লা ঢাকায় অবস্থান করছিলেন। সেখান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গত ১১ মে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় মেয়রের সঙ্গে তাঁর সহযোগীদের সভাকক্ষে প্রবেশে বাধা দেওয়ায় পুলিশের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচ পুলিশসহ ১০ আহত হন। এ ঘটনায় মেয়র শাহ নেওয়াজসহ আওয়ামী লীগের ৬৭ জনকে অভিযুক্ত করে মামলা করে পুলিশ।