ভারতে সাজা শেষে ফিরল চার বাংলাদেশি
মিথ্যা কাজের প্রলোভনে পাচার হওয়া তিন নারী ও এক শিশু ভারতে সাজা শেষে দেশে ফিরেছে। আজ শনিবার দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের ফেরত পাঠিয়েছে ভারত।
এরা হলেন ঝিনাইদহের মহেশপুরের জুরান গাজীর মেয়ে সারমিন মণ্ডল (২১), যশোর মনিরামপুরের ওয়াজেদ আলীর মেয়ে রাফেজা খাতুন (২২), বেনাপোলের রাজদেবের স্ত্রী নিশি মণ্ডল (২০) ও তাঁর ছেলে নীরব মণ্ডল (০২)।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন এনটিভি অনলাইনকে জানান, ভালো কাজের আশায় ভারতে গিয়ে গত এক বছর আগে মুর্শিদাবাদ জেলা শহরে পুলিশের হাতে আটক হন তাঁরা।
অবৈধ অনুপ্রবেশের অভিযোগের মামলায় তাঁরা নয় মাস কারাভোগ করে। পরে সেখানকার একটি শেল্টার হোম তাদের আশ্রয়ে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে তারা দেশে ফেরত আসে।
সেখান থেকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ও রাইটস যশোর নামে দুটি এনজিও সংস্থা তাঁদের গ্রহণ করেন।
রাইটস যশোরের কর্মকর্তা তৌফিক এনটিভি অনলাইনকে জানান, ফেরত আসা নারী-শিশুদের আগামী এক সপ্তাহের মধ্যে নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।