কাভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বেনানী এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই সহোদর নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।
আজ রোববার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত দুজন হলেন আবদুল করিম (৩০) ও আবদুল কালাম (২২)। তাঁরা উপজেলার কুশিয়ারা গ্রামের আবদুল মান্নানের ছেলে।
আহত ব্যক্তিরা হলেন ফারুক হোসেন, বিল্লাল হোসেন ও আবুল কালাম। তাঁদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, সকালে বেনানী এলাকায় ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী কাভার্ডভ্যানটির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সহোদর দুই ভাই নিহত হন।
রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কাভার্ডভ্যানটিকে আটক করা সম্ভব হলেও এটির চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।