মানিকগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধী নারীর রহস্যজনক মৃত্যু
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সমেতপুর গ্রামে অজিফা আক্তার অজি (২২) নামের এক দৃষ্টিপ্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে গলায় আঘাত ও ঘাড় মটকানো অবস্থায় পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
অজিফা ওই গ্রামের অহেদ আলীর মেয়ে। মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একই গ্রামের খলিল শেখকে (৩৫) আটক করেছে।
অজিফার স্বজন ও স্থানীয় লোকজন জানান, তিন ভাই ও দুই বোনের মধ্যে অজিফা ছোট। তিনি দুই চোখেই দেখতে পান না। বাবার বাড়ি থাকলেও অজিফা প্রতিবেশীদের বাড়িতে টুকটাক কাজ করেন। অজিফার বাবার বাড়ির পাশে খলিল মুদি দোকান করেন। খলিলের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। কয়েক মাস আগে খলিল তাঁকে বিয়ের প্রলোভন দিয়ে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। কিছুদিন আগে অন্তঃসত্ত্বা হওয়ার লক্ষণ দেখা দিলে অজিফা বিষয়টি প্রতিবেশী নাজমা বেগমকে জানান। এরপর খলিলের সঙ্গে অজিফার অনৈতিক সম্পর্কের বিষয়টি এলাকায় জানাজানি হয়। খলিল অজিফার সঙ্গে সম্পর্ক থাকার বিষয়টি অস্বীকার করেন।
অজিফার বাবা অহেদ আলী সাংবাদিকদের জানান, অজিফা আজ রোববার ভোরে তাঁদের সঙ্গে সেহরি খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে তাঁকে ডাকাডাকি করলেও সাড়া মেলেনি। এরপর তিনি দরজা ভেঙে ভেতরে ঢুকে বিছানায় অজিফার লাশ পড়ে থাকতে দেখে প্রতিবেশী ও পুলিশে খবর দেন। এ সময় অজিফার গলায় আঘাত ও ঘাড় মটকানোর চিহ্ন দেখতে পান তিনি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত জানান, ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর কারণ ও অন্তঃসত্ত্বার বিষয়টিও নিশ্চিত হওয়া যাবে। স্বজন ও স্থানীয়দের কাছ থেকে অনৈতিক সম্পর্কের বিষয়টি শুনে খলিলকে আটক করে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।