পুলিশের সঙ্গে ‘গুলি বিনিময়ে’ দুই ‘ছাত্রদল’ কর্মী আহত
ময়মনসিংহে ভাটিবারেরা নামক এলাকায় পুলিশের সঙ্গে ‘গুলি বিনিময়ে’ শরীফ ও মেহেদী নামের দুই ‘ছাত্রদল’ কর্মী আহত হয়েছেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে দুটি পেট্রলবোমা ও একটি ককটেল উদ্ধার করার দাবি করেছে। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুর রশিদ জানান, বুধবার সন্ধ্যায় শহরতলির জামতলা মোড় থেকে ছাত্রদল কর্মী সাগর ও আলীকে আটক করা হয়। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী রাত সাড়ে ৩টার দিকে পুলিশ এ এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাগর ও আলীর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও গুলি ছোড়ে। পুলিশও ছয়টি গুলি ছোড়ে। এ ঘটনায় ছাত্রদল কর্মী শরীফ ও মেহেদী গুলিবিদ্ধ হন। পরে তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আব্দুর রশিদ জানান, ৭ ফেব্রুয়ারি ময়মনসিংহ-টাঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় বাসে পেট্রলবোমা হামলা এবং ১০ ফেব্রুয়ারি ময়মনসিংহ সদর ভূমি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।