মানিকগঞ্জে রাস্তায় ধানের চারা লাগিয়ে বিক্ষোভ
মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা-গোবিন্দপুর রাস্তা সংস্কার ও ইটভাটার ট্রাক চলাচল বন্ধের দাবিতে মানববন্ধনসহ ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানিয়েছে স্থানীয় লোকজন। আজ রোববার সকালে এলাকাবাসী এই দাবিতে রাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় তারা চলাচলের অনুপযোগী কর্দমাক্ত রাস্তায় ধানের চারা লাগিয়ে এর প্রতিবাদ জানায়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বেতিলা-মিতরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাসির উদ্দিন, ইউপি সদস্য এখলাছ উদ্দিন, নিজাম উদ্দিন, হাফিজউদ্দিন প্রমুখ।
বক্তরা মানিকগঞ্জ-সিংগাইর সড়কের মিতরা থেকে গোবিন্দপুর পর্যন্ত তিন কিলোমিটার এই রাস্তা দ্রুত সংস্কারের দাবি জানান। এই রাস্তা দিয়ে চারটি গ্রামের কয়েক হাজার মানুষ চলাফেরা করে।
বক্তারা আরো জানান, ইটভাটার ট্রাক চলাচলের কারণে এই রাস্তা নষ্ট হয়ে গেছে। ইটভাটার ট্রাক এই রাস্তা দিয়ে চলাচল বন্ধেরও দাবি জানানো হয় মানববন্ধন থেকে।