মুন্সীগঞ্জে ক্ষতিকর পণ্য জব্দ, আটক ১
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দীঘিরপাড় বাজারে অভিযান চালিয়ে মানবদেহের জন্য ক্ষতিকর পণ্য জব্দ ও একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ রোববার দুপুর ১টায় মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এসব তথ্য জানান। তিনি জানান, গত ২৭ জুন শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে টঙ্গিবাড়ী উপজেলার দীঘিরপাড় বাজারের ভাই ভাই এন্টারপ্রাইজের গুদামে ডিবির উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। সেখান থেকে মানবদেহের জন্য ক্ষতিকর বিষাক্ত কেমিক্যাল দিয়ে তৈরি ১৭ হাজার ৫৯২ বোতল যৌন উত্তেজক জিনসিন প্লাস ও এক হাজার ২০০ বোতল লাহমিনা জব্দ করা হয়।
ওসি জানান, জব্দ করা পণ্যের বর্তমান বাজার মূল্য আনুমানিক ১১ লাখ ২৩ হাজার ৯২০ টাকা। এ সময় ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক মো. আকবর হোসেনকে (৬৫) আটক করা হয়েছে। তাঁর বাড়ি দীঘিরপাড় ইউনিয়নের মূলচর গ্রামে।