বান্দরবানে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ
বান্দরবানে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে জেলা সদরের পৌর এলাকায় জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত ৬৫০ জনকে ১০ কেজি করে চাল বিতরণ করেন।
এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক আবু জাফর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, সদর উপজেলা নির্বাহী কমর্কর্তা (ইউএনও) শফিকুল ইসলাম, পৌর সচিব তৌহিদুর রহমানসহ পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা আলমগীর হোসেন জানান, জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পৌর এলাকায় বন্যা দুর্গত ৬৫০ জনের মধ্যে ত্রাণের চাল বিতরণ করা হয়েছে। জনপ্রতি ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত সব পরিবারকে ত্রাণ দেওয়া হবে।