মেহেরপুর পৌরসভার নতুন মেয়রের শপথ গ্রহণ
মেহেরপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মাহফুজুর রহমান রিটনসহ নয়টি ওয়ার্ডের কাউন্সিলর ও তিনজন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শপথ গ্রহণ করেছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়।
খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ পৌর মেয়রসহ কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, সদস্য মজিরুল ইসলাম, সংরক্ষিত সদস্য নারগিছ আক্তার, মোনাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মফিজুর রহমান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, যুবলীগ নেতা মাহবুব হাসান ডালিম, উজ্জ্বল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মেহেরপুরে পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান রিটন ১১ হাজার ৭১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস পেয়েছেন ৮ হাজার ৪১৭ ভোট।