মৌলভীবাজারে ডিজিটাল কৃষি প্রযুক্তি মেলা শুরু
কৃষি তথ্য সার্ভিস ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের যৌথ ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী ডিজিটাল কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার দুপুরে মৌলভীবাজার শহরের খামারবাড়ি থেকে প্রথমে একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে খামারবাড়ি মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. সাদির উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. ফারুক আহমদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপপরিচালক মো. আবুল কালাম চৌধুরীসহ অন্যরা। মেলায় ২০টি স্টলে বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তি ও কৃষি পণ্য উপস্থাপন করা হয়।