ফেনীতে ইয়াবাসহ একজন আটক
ফেনীতে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। আজ সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেপুর রেলক্রসিং এলাকা থেকে মোহাম্মদ হোসেন নামের ওই যুবককে আটক করা হয়। এ সময় তাঁর গাড়ি থেকে ১১ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
হাইওয়ে পুলিশের সাজের্ন্ট তৌহিদ জানান, সকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি এলিয়ন গাড়িকে দাঁড় করানো হয়। এ সময় চালক গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যান।
পরে গাড়িতে থাকা মোহাম্মদ হোসেনকে আটক করা হয়। আর গাড়িটি তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা দুপুরে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে বলে জানান সার্জেন্ট তৌহিদ।