শিবগঞ্জে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকা থেকে আজ মঙ্গলবার বিকেলে দুটি বিদেশি পিস্তল, ছয়টি গুলি ও চারটি ম্যাগাজিনসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব জানায়, মনাকষা ইউনিয়নের রানীনগর হঠাৎপাড়া এলাকার একটি পানির পাম্পের পাশে অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৫-এর চাঁপাইনবাবগঞ্জ কাম্পের একটি দল অভিযান চালায়। এ সময় একই উপজেলার রানীনগর ঘোনটোলা গ্রামের আহসান আলীকে (৪৫) অস্ত্র ও গুলিসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
আটক আহসান অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে দাবি করেছেন র্যাবের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মেজর সফিকুল ইসলাম। তিনি জানান, এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।