ঘূর্ণিঝড় মোকাবিলায় বরগুনায় প্রস্তুতি
বঙ্গোপসাগরে অবস্থান করা ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রস্তুতিতে বরগুনায় জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।
ওই প্রস্তুতি সভায় জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলম সভাপতিত্ব করেন। এ ছাড়া জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটির সব সদস্য ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
জরুরি সভা থেকে জানানো হয়, ঘূর্ণিঝড়ের আগাম প্রস্তুতিতে জেলায় সব ধরনের প্রয়োজনীয় কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই মধ্যে সব সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।
জেলার সদর উপজেলা, আমতলী, তালতলী, বামনা, পাথরঘাটা ও বেতাগী উপজেলার নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিজ এলাকায় ঘূর্ণিঝড়ের ঝড় প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। তাদের সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের সভা থেকে জানানো হয়, দুর্যোগ মোকাবিলায় ৮৭ টন জিআর চাল, দুই লাখ টাকা ও ৩২ বান্ডিল ঢেউটিন মজুদ রাখা হয়েছে। এ ছাড়া আরো ২০০ টন চাল, পাঁচ লাখ টাকা ও ৩০০ বান্ডিল ঢেউটিনের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে।