পাবনা জেলা পরিষদের উদ্যোগে বৃত্তি প্রদান
মেধাবী, অনগ্রসর ও দরিদ্র ২২৩ ছাত্রছাত্রীর মধ্যে নয় লাখ টাকা বৃত্তি দিয়েছে পাবনা জেলা পরিষদ। আজ মঙ্গলবার বিকেলে জেলা পরিষদের রশিদ হলে এককালীন বৃত্তির টাকা দেওয়া হয়।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু পুথিগত বিদ্যা নয়, সুশিক্ষিত হয়ে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখতে হবে।
পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সদর আসনের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স। অনুষ্ঠানে বিশিষে অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) এ কে এম বেঞ্জামিন রিয়াজী, পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোশাররফ হোসেন, চ্যানেল আই ও যুগান্তর প্রতিনিধি আখতারুজ্জামান আখতার, জেলা পরিষদের প্রকৌশলী মো. রোকনুজ্জামান খান প্রমুখ।