মেহেরপুরে পাওয়া সেই বোমাটির বিস্ফোরণ ঘটাল র্যাব
দুদিনের আতঙ্কের অবসান ঘটিয়ে মেহেরপুরে উচ্চ ক্ষমতাসম্পন্ন ইমপ্রোভাইস এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়েছে। আজ সোমবার সদর উপজেলার রাইপুরে এই বিস্ফোরণ ঘটায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বোম্ব ডিসপোজাল ইউনিট।
আজ বেলা ১১টা ২০ মিনিটে র্যাব ৬-এর ঝিনাইদহ কোম্পানি কমান্ডার মেজর মনিরুজ্জামানের নেতৃত্বে বোম ডিসপোজাল ইউনিটের একটি টিম বোমাটির বিস্ফোরণ ঘটায়।
এর আগে গত শনিবার রাত সাড়ে ১০টার সময় বোমাটি শনাক্ত করার পর থেকে মেহেরপুর সদর থানার পুলিশের একটি দল সেখানে অবস্থান নেয়।
ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মনিরুজ্জামান বলেন, এটি একটি শক্তিশালী ইমপ্রোভাইস এক্সপ্লোসিভ ডিভাইস বোমা। এর মধ্যে হাইএক্সপ্লোসিভ, স্প্লিন্টার ও টাইমার ছিল। এই শক্তিশালী বোমাটি রেখে দেওয়া নিরাপদ মনে না হওয়ায় এটির বিস্ফোরণ ঘটনো হয়েছে।
বিস্ফোরণের আগে মেহেরপুরের পুলিশ সুপার আনিছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ, সহকারী পুলিশ সুপার আহসান হাবিবসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাইপুর গ্রামে একটি সড়কের পাশে স্থানীয়রা একটি লাল টেপ দিয়ে মোড়ানো ইলেকট্রনিক ডিভাইসযুক্ত বোমাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে বোমার আশপাশে বালুভর্তি বস্তা দিয়ে ঘিরে রাখে। বিশাল আকৃতির এ বোমাটিকে ঘিরে এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করতে শুরু করে। কোথা থেকে আর কীভাবে বোমাটি রাইপুর গ্রামে পৌঁছেছে সে সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।