কক্সবাজারকে বন্যা দুর্গত এলাকা ঘোষণার দাবি বিএনপির
কক্সবাজার জেলাকে বন্যা দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছে জেলা বিএনপি। একই সাথে জেলার বন্যা দুর্গত ক্ষতিগ্রস্ত ও বন্যায় নিঃস্ব হয়ে যাওয়া মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ ও গৃহনির্মাণ সামগ্রী প্রদানেরও দাবি জানিয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এই দাবি জানান বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল।
সংবাদ সম্মেলনে লুৎফর রহমান অভিযোগ করেন, কক্সবাজারের চারটি উপজেলা বিশেষ করে সদর, রামু, চকরিয়া ও পেকুয়ায় বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব এলাকায় সড়ক, ব্রিজ, কালভার্ট ও বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। অথচ বন্যায় এত ক্ষয়-ক্ষতি হলেও সরকারের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম খুবই সামান্য। তিনি বন্যা নিয়ন্ত্রণে স্বল্প ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণেরও দাবি জানান।
এ সময় কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরী বলেন, এবারের বন্যায় কক্সবাজারে ব্যাপক ক্ষয়-ক্ষতি হলেও সেভাবে সরকারি কোনো সহায়তা দেওয়া হয়নি।