মিঠু হত্যা মামলায় বিএনপি নেতা আটক
খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফুলতলা উপজেলার সাবেক চেয়ারম্যান সরদার আলাউদ্দিন মিঠু ও তাঁর দেহরক্ষী নওশের গাজী হত্যা মামলায় হাসনাত রিজভী মার্শালকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ সোমবার র্যাব-৬ বিষয়টি সাংবাদিকদের জানিয়েছে। হাসনাত রিজভী মার্শাল ফুলতলা থানা বিএনপির সদস্য সচিব।
মার্শালের আটক হওয়ার বিষয়টি গতকাল রোববারই জানান নিহত আলাউদ্দিন মিঠুর ভাই সরদার সেলিম। তবে গতকাল বিষয়টি নিশ্চিত করেনি পুলিশ। সরদার সেলিম জানিয়েছিলেন বিএনপি নেতা মার্শালের পাশাপাশি থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন কিরণকেও আটক করা হয়েছে। তবে কিরণের ব্যাপারে এখনো কিছু জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাব ৬-এর কোম্পানি কমান্ডার এনায়েত হোসেন জানান, আজ সোমবার দুপুর আড়াইটায় খুলনা জেলা স্কুলের সামনে থেকে মার্শালকে আটক করা হয়। মার্শাল মিঠু হত্যার অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
এদিকে মিঠু হত্যা মামলায় রনি নামের এক যুবককে পুলিশ আটক করেছে বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে। এই বিষয়টি গণমাধ্যমে প্রকাশের জন্য আগামীকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন ডেকেছে পুলিশ। জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ এই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের আমন্ত্রণ জানান।
এদিকে খুলনা জেলা কারাগার সূত্রে জানা যায়, মিঠুর দুই দেহরক্ষী শিমুল হাওলাদার ও মাশফেকুর রহমান রিপনকে গতকাল রোববার রাতে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে নিজ কার্যালয়ে গুলিবিদ্ধ হয়ে খুন হন বিএনপি নেতা সরদার আলাউদ্দিন মিঠু ও তাঁর দেহরক্ষী নওশের গাজী।