রাজবাড়ীতে কারেন্ট জাল জব্দ, আটজনের জরিমানা
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল আজ মঙ্গলবার রাজবাড়ী থেকে বিপুল কারেন্ট জাল জব্দ করেছে। এ সময় তিন ব্যবসায়ী ও পাঁচ জেলেকে জরিমানা করা হয়। রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট জিতেন্দ্র নাথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
র্যাব সূত্র জানায়, মঙ্গলবার সকালে রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া এবং যৌকুড়া এলাকার পদ্মা নদীতে অভিযান চালিয়ে মাছ ধরার সময় কারেন্ট জালসহ পাঁচ জেলেকে আটক করে। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী রাজবাড়ী ফল বাজারের হারুনের দোকান থেকে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন ব্যবসায়ী ও পাঁচ জেলেকে মোট ৩২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সাথে শহীদ খুশি রেলওয়ে মাঠে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।