কিশোরগঞ্জে প্রকল্প কর্মকর্তার কার্যালয়ে আগুন, নথি ভস্মীভূত
কিশোরগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ সরকারি নথি ও আসবাবপত্র ভস্মীভূত হয়েছে। তবে আগুন লাগার কারণ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে।
গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে শোলমারা এলাকায় সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে অবস্থিত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল আলম এনটিভিকে বলেন, কক্ষের একটি ভেন্টিলেটর ভাঙা পাওয়া গেছে। ভেতরের মেঝে থেকে একটি খালি বিয়ারের ক্যান উদ্ধার করা হয়েছে। সম্ভবত নাশকতার জন্যই ভেন্টিলেটরের ভাঙা অংশ দিয়ে ক্যানের সাহায্যে দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন লাগানো হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিটের কোনো আলামত নেই এবং এমনটা হলে পুরো কার্যালয় ভস্মীভূত হয়ে যেত।
এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফুল ইসলামও মনে করছেন নাশকতার কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
তবে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মকবুল হোসেন জানান, ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেই আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
অফিস সহকারী আলাউদ্দিন আহমেদ জানান, দরজা-জানালা বন্ধ করে তিনি গতকাল কার্যালয় ত্যাগ করেন। যে ভেন্টিলেটরটি ভাঙা পাওয়া গেছে, তা কয়েকদিন আগেই লাগানো হয়েছিল।