‘অটোবাইক আমদানি করা গেলে চালানো যাবে না কেন’
ময়মনসিংহ শহরে ব্যাটারিচালিত অটোবাইক চালানোর সুযোগ দেওয়ার দাবিতে মিছিল-সমাবেশ করেছে অটোবাইক মালিক-শ্রমিক সমিতি। আজ বুধবার দুপুরে ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে অটোবাইক মালিক-শ্রমিক সমিতির উদ্যোগে সমাবেশ করা হয়।
সমাবেশে অটোবাইক মালিক ও শ্রমিক নেতাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহসভাপতি ফয়জুর রহমান ফয়েজ বলেন, যদি সরকারি পৃষ্ঠপোষকতা ও অনুমোদন নিয়ে অটোবাইক আমদানি করা যায়, শোরুমে বিক্রি করা যায়, তাহলে ক্রেতারা তা রাস্তায় নামাতে পারবেন না কেন। তিনি অবিলম্বে আটক অটোবাইক ছেড়ে দিয়ে তা চালানোর লাইসেন্স দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
ময়মনসিংহ জেলা ব্যাটারিচালিত অটোবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলীপ সরকারের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন জাতীয় শ্রমিক পার্টির নেতা কাজী ফজলুর রহমান বেণু, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মাহবুব বিন সাইফ, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, অটোবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আবদুল মজিদ, যুব ইউনিয়নের সভাপতি খোকন, নিউ অটো বাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম কিবরিয়া প্রমুখ।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে তা শহরের স্টেশন রোড, গাঙ্গিনারপাড়, নতুন বাজার, টাউন হল মোড়, কাচারী ও কালীবাড়ি ও মহারাজা রোড হয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল ও সমাবেশে দুই সহস্রাধিক ব্যাটারিচালিত অটোবাইক মালিক-শ্রমিক, জেলা দোকান কর্মচারী ও হোটেল রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা অংশ নেন।
জেলা সিপিবির সাধারণ সম্পাদক আইনজীবী এমদাদুল হক মিল্লাত এনটিভি অনলাইনকে জানান, পুলিশ ১৮ জুন থেকে অভিযান চালিয়ে এ পর্যন্ত শতাধিক অটোবাইক আটক করেছে।
এ ব্যাপারে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, যানজট নিরসন করে শহরবাসীর ভোগান্তি রোধে লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত অটোবাইক চলাচল নিষিদ্ধ ও আটক করা হয়েছে।