জরুরি অবস্থা দিলেও সমাধান হবে না : এরশাদ
জরুরি অবস্থা দিলেও চলমান সমস্যার সমাধান হবে না বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, ‘এই সমস্যার সমাধান করতে হলে অন্য পথ বেছে নিতে হবে। আমি সেই কথাটা বলতে চাচ্ছি না।’
আজ বৃহস্পতিবার দুপুরে রংপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এই বিশেষ দূত এ কথা বলেন। তিনি আক্ষেপ করেন, ‘আমাকে স্বৈরাচার বলে, গণতন্ত্রের জন্য আমার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, এটাই কি সেই গণতন্ত্র? মানুষ এখন মনে করছে, এই দুই দল বাদ দিয়ে জাতীয় পার্টি ক্ষমতায় আসুক, তাহলে দেশে শান্তি ফিরে আসবে।’
এরশাদ বলেন, ‘একটা কথা আওয়ামী লীগ বলছে, আমরা আলোচনা করব না। বিএনপি বলছে, আমরা আলোচনা ছাড়া অবরোধ প্রত্যাহার করব না। তাহলে শান্তির পথটা কোথায়? মিলের পথটা কোথায়?’
এরশাদ আরো বলেন, ‘ইউ ক্যান নট ফাইট অ্যান আনসিন এনিমি। কাউকে দেখা যায় না। কে আগুন মারছে, কে বোমা মারছে, আমরা কাউকে দেখছি না। ক্রসফায়ারে যে মানুষ মরছে তারা দোষী না নির্দোষ তা আমরা জানি না।
কিন্তু যে অবস্থা চলছে তা বেশি দিন চলতে পারে না। দেশ স্থবির হয়ে গেছে। এ স্থবিরতা দূর করতে হবে। তাই যে দুই দল জড়িত তাদের একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
জাপাপ্রধান আরো বলেন, ‘আজ সরকারে আছে আওয়ামী লীগ। সরকারের দায়িত্ব কী? জনগণের জানমাল, নিরাপত্তা রক্ষা করা। তারা সেটা সম্পূর্ণ করতে পারছে না। চেষ্টা করছে তারা। কিন্তু হাজার হাজার মাইল রাস্তা, রেললাইন কোথায় প্রটেকশন দিবে? সম্ভবও নয়। তাই একটা পথ বের করতে হবে, এ সমস্যা সুরাহা করার জন্য। সে পথ কী আমি জানি না।’