২০২১-এর আগেই উচ্চ-মধ্যম আয়ে যাবে বাংলাদেশ
বাংলাদেশ নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ২০২১ সালের আগেই উচ্চ-মধ্যম আয়ের কাতারে যাবে দেশ।
আজ বৃহস্পতিবার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আমরা উদযাপন করব একটা মধ্যম আয়ের দেশ হিসেবে। আল্লার রহমতে মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নীত হওয়া, এটা কিন্তু এরই মধ্যে আমরা সে সোপানে পা রেখেছি। আজকে আপনারা দেখেছেন নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশকে ঘোষণা দেওয়া হয়েছে।’
শেখ হাসিনা বলেন, ‘আপনাদের এটুকু আশ্বাস দিতে পারি যে ২০২১ লাগবে না, তার পূর্বেই বাংলাদেশ ওই নিম্ন-মধ্যম আয়ে নয়, মধ্যম আয়ের দেশ হিসেবেই আমরা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারব। হয়তো তার জন্য আরো দুই-তিন বছর সময় লাগবে।’
কক্সবাজারসহ দেশের উন্নয়নে তার সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ সরকারে থাকলেই দেশের মানুষ কিছু পায়।’