মেহেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, নিহত ১
মেহেরপুর সদর উপজেলার নূরপুর গ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় সহকারী পুলিশ সুপারসহ পাঁচ সদস্য আহত হয়েছেন বলেও জানিয়েছে তারা।
গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ফিরাতুল ইসলাম (৪৪)। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
মেহেরপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) আহসান হাবীব জানান, গোপন সংবাদের ভিত্তিতে নূরপুর গ্রামের এক বাসিন্দার কাঁঠালবাগানে সন্দেহভাজন একদল সন্ত্রাসী অবস্থান করছে বলে জানা যায়।
খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে পৌঁছালে সন্ত্রাসীরা পুলিশের উদ্দেশে গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি করে।
দুইপক্ষের মধ্যে কিছুক্ষণ ‘বন্দুকযুদ্ধ’ চলার পর এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে।
পরে আশপাশের লোকজনসহ বাগানে তল্লাশি করা হয়। তখন দেখা যায়, একটি মৃতদেহ পড়ে আছে। পরে স্থানীয় লোকজন মৃতদেহটিকে ফিরাতুল বলে শনাক্ত করেন।
পুলিশ সুপার আরো জানান, এ সময় ঘটনাস্থল থেকে একটি এলজি শাটারগান, পাঁচটি গুলি, পাঁচটি ককটেল ও তিনটি রামদা উদ্ধার করা হয়েছে।
‘বন্দুকযুদ্ধে’ পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। তাঁদের মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
আহসান হাবীব আরো জানান, ফিরাতুল একজন চিহ্নিত সন্ত্রাসী ছিলেন। তাঁর বিরুদ্ধে সদর ও মুজিবনগর থানায় হত্যা, ডাকাতি, বিস্ফোরকসহ প্রায় ১০টি মামলা আছে।