ঝালকাঠিতে আবার পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত
ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর পানি আবারও বৃদ্ধি পেয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরের পর থেকে আকস্মিকভাবে নদীর পানি দু-তিন ফুট বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
পানি ঢুকে পড়েছে ঝালকাঠি শহরের কলাবাগান, নতুন কলাবাগান, স্টিমারঘাট, কলেজ খেয়াঘাট, পৌরসভা খেয়াঘাট, নতুন চর ও বাঁশপট্টি এলাকায়। এ ছাড়া সকাল থেকে টানা বৃষ্টিপাতের কারণে শহরের প্রধান বাজার বারোচলা এলাকায় হাঁটু সমান পানি দেখা গেছে।
এদিকে বেড়িবাঁধ না থাকায় ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়াইয়া ইউনিয়নের উত্তমপুর, পালট, চল্লিশ কাহনিয়া, নিজামিয়াসহ ৩০টি গ্রাম তলিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছে।
পানিতে তলিয়ে গেছে নলছিটি উপজেলা সদরের মল্লিকপুর, ভবানীপুর, সারদল, খোজাখালী এলাকা। পানিতে নলছিটির ষাইটপাকিয়া ফেরিঘাটের গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
এতে দুর্ভোগে পড়েছেন শত শত মানুষ। ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, বিভিন্ন এলাকায় পানি বৃদ্ধি ও বৃষ্টিতে পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার।