সুপ্রিম কোর্টে নতুন রেজিস্ট্রার নিয়োগ
আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) সৈয়দ আমিনুল ইসলামকে সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান বিচারপতির পরামর্শ অনুযায়ী সৈয়দ আমিনুল ইসলামকে এ পদে নিয়োগ দেওয়া হলো।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ফরিদ আহমেদ শিবলীকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হলে এ পদটি শূন্য হয়। নবনিযুক্ত রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলামও জেলা জজ পদমর্যাদার একজন কর্মকর্তা।
আইন মন্ত্রণালয় থেকে জারি করা অপর এক প্রজ্ঞাপনের মাধ্যমে কুমিল্লার বিশেষ জজ (জেলা জজ) জাবিদ হোসেনকে সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।